প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়েছে তামিল

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে তামিলের অত্যাচারে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। ২৫ মার্চ সকালে কথা কাটাকাটির এক পর্যায় রামদা দিয়ে কুপিয়ে মো. আবু জাফর গাজীকে (৪৪) মারাত্মকভাবে জখম করে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই তামিল ইন্ডিয়ান বাংলাদেশিকে এলোপাতাড়িভাবে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় পুলিশ আহত আবু জাফরকে ইপু সরকারি হাসপালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

২৮ মার্চ ঘটনায় জড়িত এক তামিলকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে শ্রম কউন্সিলর মো. সায়েদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দূতাবাসের অ্যাডভাইজার সিলভা সার্বক্ষণিক ক্যামেরুন হাইল্যান্ডের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং জড়িত একজনকে পুলিশ আটক করেছে। এদিকে ক্যামেরুন হাইল্যান্ড বাংলাদেশিরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তামিলদের অত্যাচার থেকে মুক্তি পেতে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছে প্রবাসীরা।

আহত আবু জাফর গাজীর বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।

Advertisement

এমআরএম/পিআর