জাতীয়

লোকসভার লাইব্রেরি পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরি আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে ১৪ সদস্যের প্রতিনিধি দল ভারতে গেছেন। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।ডেপুটি স্পিকারের সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, সংসদ সদস্য আব্দুল মান্নান, সাইমুম সরওয়ার কমল, কাজী রোজী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) আ.ই.ম গোলাম কিবরিয়া, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো.আবু আল হেলাল, পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা) মোহাম্মদ নাসির উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী, সহকারী প্রধান স্থপতি আশেক-ই-এলাহী চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিয়াউল আহ্সান, পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) আ.ন.ম খলিলুর রহমান খান, উপ-পরিচালক (গ্রন্থাগার) বেগম জেব-উন-নেসা, গবেষণা ও শিক্ষা অফিসার শাহীনূর আলম। সফর শেষে ৩০ জুলাই প্রতিনিধিদলের ঢাকা ফেরার কথা রয়েছে। ভারত সফরে ডেপুটি স্পিকার পত্নী আনোয়ারা রাব্বী, কন্যা ফারহানা রাব্বী, জামাতা নূর কুতুবুর আলম, নাতনী নৌশিন আলম রিজা, সুজনা হাসান সুকন্না এবং নাতি ফাহিম আলম রাফি ও ফারদীন খুরশিদ ব্যক্তিগত খরচে ডেপুটি স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগমী ৩১ জুলাই ডেপুটি স্পিকার ও তার পরিবারবর্গের ঢাকা ফেরার কথা রয়েছে। এইচএস/এসআইএস/এমআরআই

Advertisement