আন্তর্জাতিক

অবতরণের সময় ফাটলো ইন্ডিগো বিমানের টায়ার

বুধবার ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরনের সময় ফেটে গেল বিমানের টায়ার। ফলে বুধবার রাতে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বিমানটিতে ৭০র জনেরও বেশী যাত্রী ছিল। অল্পের জন্য রক্ষা পেলেন তারা।

Advertisement

দক্ষিনের তিরুপতি বিমানবন্দর থেকে গতকাল যাত্রা শুরু করে ইন্ডিগোর ৬ই-৭১১৭ বিমানটি। স্থানীয় সময় রাত দশটা পচিঁশ মিনিটে বিমানটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের সময় টায়ার ফেটে যায়। সে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অাগুনের ফুলকি দেখা গেছে বলে জানিয়েছেন বিমানের যাত্রীরা।

এক বিবৃতিতে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, ৭২ জন যাত্রী, এক শিশু ও বিমানের চার কর্মীসহ মোট ৭৭ জন সবাই নিরাপদে রয়েছেন। সংস্থার ৬ই-৭১১৭ বিমানটি অবতরণের পর সমস্ত যাত্রী ও ক্রুদের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।

বিমানে আগুন লেগে যাতে বড় কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক ছিলেন বিমানবন্দরের দমকলকর্মীরা। যাত্রীদের শান্ত হয়ে বসে থাকার পরামর্শ দেন পাইলট। সংকটজনক পরিস্থিতি তৈরি হয়নি বলেও পাইলট আশ্বস্ত করেন যাত্রীদের।

Advertisement

টিটিএন/আরআইপি