প্রবাস

গণহত্যা দিবসে ফ্রান্সে আ.লীগের র‌্যালি

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ আলোচনা সভা ও র‌্যালি করেছে ফ্রান্স আওয়ামী লীগ। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস-এর পরিচালনায় প্রধান উপদেষ্টা নাজিমুদ্দিন আহম্মদ, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম সহ-সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়া সহ-সভাপতি মুঞ্জুরুল ইসলাম সেলিম, বাবু অবিনিশ চন্দ্র গোপাল, সাজাহান শাহী যুগ্ম সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, খালেকুজ্জামান খালেক প্রচার সম্পাদক আমিন খান হাজারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলী আক্কাস, ধর্মবিষয়ক সম্পাদক সালেহ আহম্মদ।

যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান আহম্মদ, কার্যকরী পরিষদের সদস্য তপন চন্দ্র সাহা, যুবলীগ নেতা, কামাল মিয়া, কামাল আহম্মদ, মিজানুর রহমান, কামরুল হাসান সেলিম, আলিম উদ্দিন সুমন, মায়ারুল আলম মাজেদ, লাবু চৌধুরী, ফরহাদ আহম্মদ, মায়া আহম্মদ, স্বপন মাহমুদ,রুবেল মাহমুদ আহমদ, নগর নেতা ওয়ালীউর রহমান, ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আল দ্বীন, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তাজেল আহম্মদ, ফ্রান্স আওয়ামী লীগ নেতা জয়নুল আহম্মদ মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতির দাবি জানান।

Advertisement

এমআরএম/জেআইএম