তার মধ্যে আগামীর নেইমারকে দেখতে পান অনেকে। ১৭ বছর বয়সেই তাই রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে ভিনিসিয়াস জুনিয়র। আসল নেইমার অসুস্থ, পায়ের চোট নিয়ে বাসায় সময় কাটাচ্ছেন। ইদানীং তার সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে ভিনিসিয়াসকে। ঘটনাটা কি?
Advertisement
আসলে নেইমারের কাছ থেকে ছোটখাট অনেক কিছুই শিখে নিচ্ছেন ফ্ল্যামেনগো স্টারলেটের এই ফরোয়ার্ড। তবে আরেকজন নেইমার হতে চান না তিনি, ক্যারিয়ার গড়তে চান নিজের মতো।
নেইমারের সঙ্গে তুলনাটা কিভাবে দেখেন? ভিনিসিয়াস এই তুলনা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। বরং স্বদেশি সুপারস্টারকে অনুসরণ করে নিজেকে আগামীর তারকা বানাতে চান এই ফরোয়ার্ড।
নেইমারের সঙ্গে ঘন ঘন যোগাযোগ নিয়ে ভিনিসিয়াস বলেছেন, ‘আমি তুলনা নিয়ে মাথা ঘামাই না। তবে সবসময় নেইমারকে অনুসরণ করি। ইদানীং তার সঙ্গে অনেক বেশি যোগাযোগ হচ্ছে। যখন তাকে খেলতে দেখি, নিজের উন্নতিতে এগুলো যোগ করার চেষ্টা করি।’
Advertisement
তবে কি আরেকজন নেইমার পেতে যাচ্ছে ব্রাজিল? ভিনিসিয়াসের ভাবনা অন্যরকম, ‘আমি আরেকজন নেইমার হতে চাই না। আমি চাই নিজের মতো করে ক্যারিয়ার গড়তে এবং ব্রাজিলের সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে।’
এমএমআর/জেআইএম