প্রবাস

কাতারে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

কাতারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ (সোমবার) স্থানীয় সময় সকালে রাজধানী দোহা আল হেলালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

Advertisement

পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ভাল করে তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Advertisement

এমএমজেড/আরআইপি