জোকস

আজকের জোকস : আপনাকে কবর দিতে গেছে

আপনাকে কবর দিতে গেছেএক বৃদ্ধ রেস্টুরেন্টের ভেতর ঢুকে ম্যানেজারকে বলল-বৃদ্ধ : আজ বাংলাদেশ-ভারতের ফাইনাল খেলা। আমার নাতিটা ক্রিকেট খেলা খুব ভালোবাসে। ওকে যদি আজ বিকেলটা ছুটি দিতেন, তাহলে খুব ভালো হতো। আমরা দু’জন একসঙ্গে বসে খেলা দেখতে পারতাম।ম্যানেজার : দুঃখিত, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ওতো আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়ে গেছে।

Advertisement

> আরও পড়ুন- আজকের জোকস : বিয়ের আগে তুমি উপহার দিতে

****

একশ’ টাকার নোটে তিনটা শূন্যদুই ফকিরের কথোপকথন-১ম ফকির : আইজকা মতিঝিলে একখান একশ’ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম!২য় ফকির : কস কি? তোর তো দেখি বিরাট ভাইগ্য!১ম ফকির : আরে না, নোট খান জাল আছিলো। তাই ফালাইয়া দিছি!২য় ফকির : জাল আছিলো ক্যামনে বুঝলি?১ম ফকির : তুই কোনোদিন একশ’ টাকার নোটে একের পর তিনটা শূন্য দেখছোস?

Advertisement

> আরও পড়ুন- আজকের জোকস : কী কী যৌতুক নেবে?

****

এক্কেবারে বান্দরের মতোবাচ্চা কোলে নিয়ে বাসে চড়লো এক ভদ্রমহিলা। চালক মুচকি হেসে বলল-চালক : বাচ্চাডা দেখতে এক্কেবারে বান্দরের মতো।এ কথা শুনে ভদ্রমহিলা ভাড়া চুকিয়ে দিয়ে পেছনের একটা সিটে গিয়ে বসলো এবং রাগে গজগজ করতে লাগল।

তাকে এমন করতে দেখে পাশের সিটের ভদ্রলোক জিজ্ঞেস করলো- ভদ্রলোক : কী হয়েছে আপা? ভদ্রমহিলা : বাস ড্রাইভার আমাকে অপমান করেছে!ভদ্রলোক : নাহ, সে পাবলিক সার্ভেন্ট। প্যাসেঞ্জারদের সাথে সে এরকম ব্যবহার করতে পারে না।ভদ্রমহিলা : ঠিক বলেছেন। আমার মনে হয়, ফিরে গিয়ে তাকে একটা উচিত জবাব দিয়ে আসি।ভদ্রলোক : ঠিক আছে, যান। তবে আপাতত কোলের বান্দরটাকে আমার কাছে দিয়ে যান।

Advertisement

এসইউ/পিআর