আন্তর্জাতিক

ভারতের চেয়েও বাংলাদেশ জিতলে খুশি হই

বাংলাদেশের টিম যখন খেলে, যখন জেতে তখন আমার এতো আনন্দ হয়, সেটা ভাবা যায় না। এটা ছোট্ট দেশ, কোথাও ভারতের অর্থনীতি, আইপিএল, এতো টাকার ফোয়ারা- আর সেখানে একটা গরীব দেশের ছেলেরা নিজেদের তৈরি করে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে খেলে আর খেলে জেতে; তখন খুব গর্বিত হই।

Advertisement

আমি আমার দেশের ছেলেদের চেয়ে গর্বিত হই যখন বাংলাদেশ জেতে। কারণ এটা মানসিকতা, আমরা সবাই বাঙালি।

৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার রাতে কলকাতার একটি হোটেলে আয়োজিত সূধী সমাবেশে এভাবেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে গর্ববোধ করলেন পশ্চিমবঙ্গের ক্রেতা-সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। তিনি বলেন, ‘এটা আমার একদমই ব্যক্তিগত মত যে বাংলাদেশ যখন জেতে তখন আমার যে কি ভালো লাগে সেটা বোঝাতে পারবো না।’

সোমবারের এই সূধী সমাবেশে মন্ত্রীর বক্তব্য শুনে উপস্থিত সবাই করতালি দেন। বক্তব্যের শুরুতেই মন্ত্রী বলেন, একই কবির দুটো গান। দুই দেশের জাতীয় সঙ্গীত। পৃথিবীতে এরই রকম বিরল দৃষ্টান্ত আর কোথাও আছে বলে আমার জানা নেই। মন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও করেন।

Advertisement

টিটিএন/পিআর