খেলাধুলা

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়

কী হওয়ার কথা ছিল আর কী হলো! স্বপ্নেও বোধহয় কোনো আর্জেন্টাইন সমর্থক এমন ফলাফল কল্পনা করেনি। স্পেনের বিপক্ষে তুলনামূলক কম শক্তির দল নিয়ে খেলতে নেমে ১-৬ গোলের লজ্জার হার উপহার পেল সাম্পাওলির দল। শুধু কী তাই! আর্জেন্টিনার ইতিহাসে এটাই সবথেকে বড় ব্যবধানে হারের নজির।

Advertisement

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে প্রথমবার ১-৬ গোলে চেকোশ্লোভাকিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেটাই ছিল আর্জেন্টিনার প্রথম ৫ গোলের ব্যবধানে হারের ঘটনা। ৫১ বছর পর ২০০৯ সালে আবারও ফিরে আসে ১-৬। এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ম্যারাডোনার আর্জেন্টিনাকে ৬-১ গোলের ব্যবধানে হারায় পুঁচকে বলিভিয়া। এবারও সেই একই ব্যবধানে আর্জেন্টিনাকে হারালো স্পেন।

ইতিহাস বলে ৫ গোলের ব্যবধানে আরও দুবার পরাজয়ের স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তারা। ১৯৫৯ সালে উরুগুয়ে ৫-০ গোলে হারায় আর্জেন্টনাকে। অপর হারটি আসে আর্জেন্টিনার মাটিতেই। ১৯৯৩ সালে আর্জেন্টাইনদের তাদের মাটিতেই ০-৫ গোলের লজ্জার পরাজয় উপহার দেয় ল্যাটিন আমেরিকার আরেক দল কলম্বিয়া। বিশ্বকাপের আগে নিঃসন্দেহে এটা আর্জেন্টিনার জন্য অনেক বড় সতর্কবার্তা। সাম্পাওলির দল এই হারকে কীভাবে কাটিয়ে ওঠে সেটিই দেখা বিষয়।

আরআর/বিএ

Advertisement