অর্থনীতি

পৌরসভার উন্নয়নে ঋণ সহায়তা দিচ্ছে কুয়েত

পৌর অঞ্চলের নাগরিক সুবিধা বাড়াতে ঋণ সহায়তা দিচ্ছে কুয়েত। ৫৩ পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ১০ লাখ ডলার ঋণ দিচ্ছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৮ কোটি দুই লাখ টাকা।

Advertisement

আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ ঋণ দিচ্ছে দেশটি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডির উপ মহাপরিচালক হামাদ আল-ওমর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫৩ পৌরসভার সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৮৮৬ কোটি ৬০ লাখ টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে।

Advertisement

প্রকল্পের আওতায় পৌরসভার কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত নাগরিক সুবিধা ও নিষ্কাশন ব্যবস্থা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়াও পৌরসভার লাইটিং এবং অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক সুবিধা বৃদ্ধি করা হবে।

প্রকল্প ঋণের সুদের হার দুই শতাংশ। ২৫ বছরে সুদসহ সমস্ত অর্থ কুয়েত সরকারকে পরিশোধ করতে হবে।

এমএ/এএইচ/এমএস

Advertisement