দেশজুড়ে

রংপুরে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের ডিআইজি পদক প্রদান

রংপুর বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখাসহ বেআইনী অস্ত্র উদ্ধার এবং মাদকদ্রব্য বিক্রি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের ডিআইজি পদক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক বিতরণ করেন।  ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপার আব্দুর রাজ্জাককে শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং  কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানীকে পঞ্চমবারের মতো পদক প্রদানসহ বিভাগের দশজন পুলিশ সদস্যের মাঝে এ পদক বিতরণ করা হয়। পদক প্রাপ্ত অন্যরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার পঞ্চগড় জেলার পুলিশ পরিদর্শক মাসুদ রানা, শ্রেষ্ঠ কোর্ট অফিসার লালমনিরহাট সদর কোর্টের পুলিশ পরিদর্শক এবিএম রেজাউল করিম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এসআই গোলাম মর্তুজা, শ্রেষ্ঠ উদ্ধারকারী লালমনিরহাট সদর থানার এসআই আব্দুল কুদ্দুস, চৌকস এসআই ঠাকুরগাঁও সদর থানার এসআই নুরল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার লালমনিরহাট জেলার পাটগ্রামের পুলিশ সার্জেন্ট মঞ্জুর হোসেন, চৌকস এএসঅআই গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার আব্দুর রউফ এবং শ্রেষ্ঠ পুলিশ কনস্টেবল হিসেবে পদক পেয়েছেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ময়েজ উদ্দিন খন্দকার। পদক বিতরণী অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  এমজেড/পিআর

Advertisement