খেলাধুলা

দুইদিন অনুশীলন করে আবারও চোটে মেসি!

রোববার আর সোমবার, টানা দুইদিন বেশ ভালোভাবেই দলের সঙ্গে অনুশীলন করলেন লিওনেল মেসি। এরপরই হঠাৎ চোটটা জেগে উঠেছে আবারও। পেশির হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তাই আজ রাতে স্পেনের বিপক্ষে ম্যাচটিতে না-ও দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।

Advertisement

মেসি খেলতেই পারবেন না, এখনও আর্জেন্টিনা ম্যানেজম্যান্টের পক্ষ থেকে এমনটা জানানো হয়নি। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তবে খেলতে চাইলেও বিশ্বকাপের মূল আসরের কথা মাথায় রেখে কোচ হোর্হে সাম্পাওলি আজ মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেবেন কি না, সেটাই দেখার।

তবে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, মেসি খেললেও স্পেনের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থাকবেন না। হয়তো তাকে কিছু সময়ের জন্য ঝালিয়ে নিতে পারেন সাম্পাওলি।

পেশির এই সমস্যার কারণেই ইতালির বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টাইন জাদুকর লা রোজাদের বিপক্ষে খেলার ইচ্ছে প্রকাশ করে বলেছিলেন, ‘আমার ইচ্ছে আছে স্পেনের বিপক্ষে খেলার। ইতালির বিপক্ষে খেলব কি না, সেটা ইচ্ছাস্বাধীন ছিল, আমি খেলিনি। তবে অনুশীলন করেছি স্বাভাবিকভাবেই। ভালো অনুভব করছি, আশা করছি খেলব।’

Advertisement

চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠায় বার্সা তারকার সেই আশাটা পূরণ হবে না বলেই মনে হচ্ছে।

এমএমআর/এমএস