প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
Advertisement
আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিরুদ্ধে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও ঠিক ১৫ বছর আগে। দিনটি ছিল ২০০৩ সালের ২৭ মার্চ। হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সে ম্যাচটি জিতেছিল লাওস ২-১ গোলে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস। বাংলাদেশ ১৯৭ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ১৮৩।
বাংলাদেশ-লাওসের ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখার সুযোগ নেই। তবে, অনলাইনে বসে সরাসরি খেলাটি দেখতে চাইলে এখনই ক্লিক করুন এই লিংকে। লাওস থেকে TVLAO HD নামক একটি চ্যানেল তাদের ফেসবুক পেজে খেলাটি সরাসরি সম্প্রচার করছে।
Advertisement
আইএইচএস/আরআইপি