রাজন নায়ের, জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক কর্মকর্তা। তার মতো সম্মানিত একজনের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘৃণ্য কাজের প্রস্তাব পাবেন, বিশ্বাস করতে পারছিলেন না জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তবে তিনি সেটা ফাঁস করে দিয়েছেন। যার ফলশ্রুতিতে সকল ধরণের ক্রিকেট কার্যক্রম থেকে নায়েরকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
Advertisement
গত বছর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের ফল প্রভাবিত করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল ক্রেমারকে। জিম্বাবুয়ে অধিনায়ক সেটা জানিয়ে দেন কোচ হিথ স্ট্রিককে। সেখান থেকে খবরটা পৌঁছে যায় আইসিসির এন্টি করাপশন ইউনিটের কাছে।
আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেজারার এবং মার্কেটিং ডিরেক্টর জনাব নায়েরের নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে এখন থেকেই কার্যকর হলো।’
নায়েরের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো-আন্তর্জাতিক ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, ম্যাচ ফিক্সিংয়ের জন্য একজন খেলোয়াড়কে ৩০ হাজার ইউএস ডলার ঘুষের প্রস্তাব, সরাসরি একজন খেলোয়াড়কে আইন ভঙ্গের জন্য উৎসাহিত করা।
Advertisement
১৬ জানুয়ারি থেকে আগামী ১৪ দিনের মধ্যে এই অভিযোগের জবাব দিতে হবে নায়েরকে।
এমএমআর/এমএস