গাইবান্ধায় পুলিশের সঙ্গে পান দোকানির কথা কাটাকাটির জের ধরে চড়-থাপ্পড়ের ঘটনায় পুলিশের ওপর ক্ষুর নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পৌরপার্কে এ ঘটনা ঘটে।
Advertisement
ঘটনার পর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারী সৌরভকে (২৩) আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- কোর্ট পুলিশের টিএসআই সাঈদ এবং সদর পুলিশ ফাঁড়ির এএসআই ছানোয়ার ও ছাত্তার। হামলাকারী সৌরভ গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার আব্দুল্লাহ হোসেনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি (অপারেশন) মজিবর রহমান বলেন, গতকাল সোমবার পৌরপার্কে কোর্ট পুলিশের টিএসআই সাঈদ এবং সদর পুলিশ ফাঁড়ির এএসআই ছানোয়ার ও ছাত্তার একটি পান-সিগারেটের দোকানে গিয়ে পানসহ অন্যান্য কিছু কিনে খান। পরে সেখানে হিসাবে গড়মিল হওয়ায় টিএসআই সাঈদ ওই পান দোকানদার সৌরভকে চড়-থাপ্পড় মারেন।
Advertisement
পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই পুলিশ কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় পৌরপার্কে সৌরভের দোকানের সামনে এলে ক্ষিপ্ত সৌরভ তাদের ওপর ক্ষুর নিয়ে হামলা চালান। এতে ওই পুলিশ কর্মকর্তারা হাতে আঘাত পেয়ে আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় সৌরভকে আটক করেছে পুলিশ। তার কাছে থেকে তিনটি ক্ষুর উদ্ধার করা হয়েছে।
রওশন আলম পাপুল/আরএআর/পিআর
Advertisement