খেলাধুলা

টেস্ট ছাড়ার কথা ভাবছেন আমির

ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে টেস্ট ক্রিকেটকে ছাড়ার কথা ভাবছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। এ বিষয়ে দলের কোচ মিকি আর্থারের সঙ্গেও কথা বলেছেন এই পেসার। সাময়িক সময়ের জন্য টেস্ট খেলা ছাড়তে চাইলেও এখনই অবসরের কথা ভাবছেন না এই পেসার।

Advertisement

নয় বছর আগে পাকিস্তান দলের হয়ে মাঠে নামলেও মাঝে ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর ক্রিকেটের বাইরে ছিলেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে এর আগে খেলেছিলেন ১৪ টেস্ট। আর এরপর থেকে পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন তিনি।

টেস্ট ছাড়ার বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোকে আমির বলেন, ‘২০১০ সালের পর থেকে ক্রিকেট ভিন্ন জিনিস। আপনি যদি ফিরে দেখেন আমি মূল্যবান ৫টি বছর হারিয়েছি। কল্পনা করেন, আমি ওই সময়টা খেলতে পারলে আমার টেস্টের সংখ্যা হতে পারত ৭০-৮০টি।’

এ নিয়ে আমির আরও বলেন, ‘আমি ওই ক্ষতি ও হারানো সময় ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমার ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে কাজের চাপ কমাতে পারবো। আসলে প্রতিটি দিন শেষে আমার বয়স বাড়ছে। কিন্তু আমার ভক্তরা চায় আমি খেলা চালিয়ে যাই। কিন্তু বাস্তবতা হল আমি একজন মানুষ, আয়রন ম্যান নই। আমি আমার ভক্তদের জন্য ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। এ পর্যন্ত ৩০টি টেস্ট খেলেছি। সামনের কয়েকটি বছর হয়তো আমি কিছু টেস্ট মিস করতে পারি। হয়তো ৫০ টেস্টের পর টেস্ট খেলা ছাড়তে পারি।’

Advertisement

কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নিয়ে আমির বলেন, ‘বর্তমান সময়ে অনেক ক্রিকেট খেলতে হয়। সে জন্য আমি কোচের সঙ্গে একটি চুক্তি করেছি। ক্রিকেটে রোটেশন পদ্ধতি রয়েছে যাতে করে সবাই দেশের হয়ে খেলতে তরতাজা ও পুরোপুরি ফিট থাকে। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনা ভালোভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলব না যে আমি আর টেস্ট খেলতে চাই না। কিছু সময়ের জন্য বিশ্রাম দিতে চাই। গুরুত্বপূর্ণ কোনো সিরিজ কিংবা ম্যাচে খেলতে চাই। যেটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা করে থাকেন। আমাদের অনেক সম্ভাবনাময় বোলার রয়েছে। তাদেরকেও সুযোগ দিতে হবে। আমি সারা জীবন খেলতে পারবো না, তবে যতোদিন খেলে যেতে পারব, ততোদিন যাতে নিজের সেরাটা দিয়ে খেলে যেতে পারি।’

এমআর/পিআর

Advertisement