রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোয়ালন্দ উপজেলাবাসী। রোববার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ জামতলা বাজারের দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন শেষে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করলে সড়কে যানযটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সহায়তায় যাবাহন চলাচল শুরু করে।মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গোলাম মাহবুবুর রব্বানী, নিহত জহাঙ্গীরের বাবা ইসমাইল মোল্লা, মা আনোয়ারা বেগম, বড় ভাই শহিদুল হক মোল্লা, মেঝ ভাই মো. রশিদ মোল্লা, রাশেদ মোল্লা, বোন শিল্পী খাতুন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও পৌর জামতলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল হোসেন দেওয়ানসহ এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-খুলনা মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন। সেই সঙ্গে ঢাকার সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়াও ঘোষণা দেন।রুবেলুর রহমান/এসএস/পিআর
Advertisement