মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েত দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দেশের সঙ্গে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতে শামিল হন কুয়েত দূতাবাস।
Advertisement
স্থানীয় সময় ভোর ৫টায় কুয়েতের খালেদিয়া বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠান শুরু করা হয়।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরীহ সাধারণ জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনগুলোতে অবস্থানরত ছাত্র-শিক্ষকদের এবং রাজারবাগ পুলিশ লাইনের সৈনিক ও অন্যান্য স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল তা সত্যিই জঘন্যতম হত্যাকাণ্ড।
এ সময় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, দূতাবাস কর্মকর্তাসহ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
Advertisement
এমআরএম/এমএস