দেশজুড়ে

মেহেরপুরে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে ভালো সাড়া মিলছে

মেহেরপুরে চব্বিশটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলছে। এ পদ্ধতিতে পাঠদানে শিক্ষকরা খুব সহজে সচিত্র শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারছেন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ভীতি কমে যাওয়ার পাশাপাশি তারা লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০১১ সাল থেকে পর্যায়ক্রমে জেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রদান করে একটি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্ক্রিন, ল্যাপটপ, মডেম ও সাউন্ড সিস্টেম। এর মধ্যে গাংনী ও মুজিবনগর উপজেলায় তিনটি করে এবং সদর উপজেলার ১৮টি। শিক্ষকরা যাতে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করতে পারেন সেই লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। শুরু হয় ডিজিটাল পদ্ধতিতে পাঠদান। শিক্ষকরা শিক্ষা উপকরণগুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের খুব সহজে আকৃষ্ট করাতে পারছেন। এতে শিক্ষার্থীরা উচ্চারণ সঠিকভাবে শিখতে পারছে অপরদিকে তাদের শিক্ষা ভীতিটাও কমে গেছে। তারা নিয়মিত বিদ্যালয়ে আসছে। শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পেয়েছে। নতুন প্রযুক্তিতে আনন্দের সঙ্গে ক্লাস করছে শিক্ষার্থী ও শিক্ষকরা।  শিক্ষার্থীরা জানালো, মাল্টিমিডিয়ার মাধ্যমে তারা সচিত্র পাঠ গ্রহণ করছে। বাড়িতে বেশি পড়তে হয় না। দ্রুত পড়া মুখস্ত হয়। ফলে ভাল ফলাফলের আশা করছে তারা।   শিক্ষকরা জাগো নিউজকে জানালেন, সনাতন শিক্ষা পদ্ধতিতে সচিত্র শিক্ষা উপকরণ না থাকায় সহজে শিক্ষার্থীদের বোঝানো যায় না। তাই মাল্টিমিডিয়া ক্লাসের ফলে সহজে ছাত্র-ছাত্রীদের বোঝানো সম্ভব হয়। কিন্তু দক্ষ জনশক্তির অভাবে অনেক বিদ্যালয়ে এ পদ্ধতিতে পাঠদান ব্যহত হচ্ছে। ফলে উপযুক্ত প্রশিক্ষণের দাবি জানালেন শিক্ষকরা। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান জাগো নিউজকে বলেন , সরকারি ও বেসরকারিভাবে শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এ পদ্ধতিতে পাঠদান বাকি বিদ্যালয়গুলোতে ছড়িয়ে দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।এমজেড/পিআর

Advertisement