খেলাধুলা

শামির গাড়ি দুর্ঘটনা নিয়ে ধূম্রজাল

মোহাম্মদ শামির ওপর দিয়ে নানারকম ঝড়-ঝঞ্জা বয়ে চলেছে। পরকীয়া, স্ত্রীকে হত্যার চেষ্টা, ম্যাচ ফিক্সিংসহ নানা অভিযোগে রীতিমতো কোণঠাসা অবস্থা ভারতীয় পেসারের।

Advertisement

এরই মধ্যে একটি খবর বেরোয়, রোববার দেরাদুন থেকে দিল্লি যাবার পথে গাড়ি দুর্ঘটনায় মাথায় বেশ আঘাত পেয়েছেন তিনি, সেলাইও নাকি পড়েছে। তবে দেরাদুন পুলিশ বলছে ভিন্ন কথা। আঘাত তো দূরের কথা, শামি নাকি দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেনই না।

ভারতের শীর্ষসারির দৈনিক 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'কে দেরাদুন পুলিশ জানিয়েছেন, শামির দুর্ঘটনার খবরটি ভুয়া। ভারতীয় পেসার আহতও হননি।

দেরাদুনের ক্লেমেন্ট টাউন পুলিশ স্টেশনের অফিসার দিলওয়ার সিং বলেছেন, ‘আমরা যেমন তথ্য পেয়েছি, মোহাম্মদ শামি আহত হননি। তিনি সকালে দেরাদুন ছেড়েছেন এবং যে গাড়িবহরে ছিলেন সেখানকার একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। আমরা তথ্য পেয়েছি, শামি সেই গাড়িতে ছিলেন না।’

Advertisement

এমএমআর/আরআইপি