তথ্যপ্রযুক্তি

‘২০২১ সালের মধ্যে ফাইভ জি’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘২০২১ সালের ১৬ ডিসেম্বর আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ভিশন ২১ উদযাপন করবো। দেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ওই দিনে আমরা দেশে ফাইভ জি নেটওয়ার্ক বাস্তবায়ন চাই। এজন্য বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করছি।’

Advertisement

রোববার দুপুরে বিটিআরসি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উন্নয়নশীল দেশে উত্তরণে টেলিযোগাযোগ খাতের অবদান জানাতে এ সেমিনারের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমাদের প্রচলিত টু জি, থ্রি জি এবং ফোর জির গতি ক্যাবল মাধ্যমে সরবরাহকৃত ইন্টারনেটের গতির চেয়ে কম। আমরা আশা করছি, ফাইভ জি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বার্সেলোনায় গিয়ে জেনেছি ফাইভ জি ৩.০৭ জিবিপিএস গতি দিতে সক্ষম। এই গতিতে যদি দেশজুড়ে আমরা মোবাইল ব্রডব্যান্ড পৌঁছাতে পারি, তবে আমাদের প্রচলিত ধ্যান-ধারণা পাল্টে যাবে।’

Advertisement

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা কেন আর পিছিয়ে থাকবো? ২০২০ সাল নাগাদ অনেক দেশে ফাইভ জি চালু করা হবে। এই জুন মাসের মধ্যেই আমাদের দেশে ফাইভ জির গতি পরীক্ষা করা হোক।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি ২০২১ সালে দেশে ফাইভ জি চালু করতে পারি, তবে সেটা হবে ডিজিটাল বাংলাদেশের বিশাল পদক্ষেপ।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং এমটবের মহাসচিব টিআইএম নুরুল কবির।

Advertisement

এসইউ/আরআইপি