বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে কর্মরত শ্রমিকদের কল্যাণে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দূতাবাসের সহযোগিতা নিয়ে তা মোকাবেলা করার শপথ নিয়েছেন প্রেস ক্লাবের নেতারা।
Advertisement
২৪ মার্চ সন্ধ্যায় প্রেস ক্লাব অফিসে সংগঠনের সাধারণ সভায় এ শপথ নেন তারা। সংবাদিকরা বলেন, প্রেস ক্লাব গঠিত হয়েছে প্রবাসীদের তথ্য-সেবা দিয়ে সহযোগিতা করার জন্য।
বিপিসিএম সাধারণ সভায় সভাপতিত্ব করেন- প্রেস ক্লাবের সভাপতি মনির বিন আমজাদ। বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন-বাংলাভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মাজহারুল ইসলাম।
Advertisement
যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, দফতর সম্পাদক শাহারিয়ার তারেক, প্রচার সম্পাদক শেখ আরিফুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ফারজানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম রাব্বানী রাজা, নির্বাহী সদস্য আলাউদ্দিন ও সদস্য বদিউজ্জামান শাহীন।
এমআরএম/জেআইএম