খেলাধুলা

রাজস্থানও নেতৃত্ব থেকে সরিয়ে দিল স্মিথকে

বল টেম্পারিং কেলেঙ্কারির কথা স্বীকার করে নেয়ার পর অবধারিতভাবেই শাস্তির খড়গ নেমে এসেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের ওপর। নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে এবং তার সহকারী ডেভিড ওয়ার্নারকেও। শুধু তাই নয়, শাস্তি আরও পাচ্ছেন অসি ক্রিকেটার স্মিথ। আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। বল টেম্পারিংয়ের জের ধরে রাজস্থানও নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে তাকে।

Advertisement

দুই বছর নিষিদ্ধ থাকার পর আবারও আইপিএলে ফিরে এসেছে রাজস্থান রয়্যালস। নতুন অভিযাত্রায় নিজেদের ভাগ্যের চাবি তারা তুলে দিয়েছিল স্টিভেন স্মিথের হাতে। কিন্তু ভাগ্যটা সুপ্রসন্ন হলো না তাদের। আইপিএল মাঠে গড়ানোর ঠিক কয়েকদিন আগেই অধিনায়কই করে বসলেন গুরুতর অপরাধ। যে কারণে, কাল বিলম্ব না করে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, স্মিথকে নেতৃত্ব থেকে বাদ দেয়ার।

হঠাৎ করেই অধিনায়ককে সরিয়ে দেয়ার কারণে কিছুটা হলেও বিপদে পড়তে যাচ্ছে রাজস্থান। তবে, ভারতীয় মিডিয়াগুলো জানাচ্ছে, আপাতত স্মিথের পরিবর্তে আজিঙ্কা রাহানের ওপরই বর্তাতে পারে রাজস্থানের নেতৃত্ব।

এমআর/আইএইচএস/এমএস/জেআইএম

Advertisement