টি-টোয়েন্টির আবির্ভাবের পর থেকেই ব্যাটসম্যানদের রান তোলার গতি অনেক বেড়ে গেছে। প্রায় প্রতি ম্যাচেই বোলারদের উপর ঝড় তোলেন ব্যাটসম্যানরা। তবে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা যা করলেন তা ঝড় বললেও কম হয়ে যাবে। টর্নেডো মত এক ইনিংস খেলে মাত্র ২০ বলে তুলে নিলেন সেঞ্চুরি।
Advertisement
ভারতের স্থানীয় একটি টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে বি.এন.আর রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন এই ব্যাটসম্যান। আগ্রাসী এই ব্যাটসম্যান মাত্র ২০ বলে তুলে নেন সেঞ্চুরি। এমন টর্নেডো ব্যাটিংয়ে তার দল মোহন বাগান ৭ ওভারে ১০ উইকেটের জয় তুলে নেয়। আর ঋদ্ধির ১০২ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ১৪টি ছক্কায়।
আইপিএলের চলতি মৌসুমে ৫ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। হায়দবাদের হয়ে মাঠে নামার আগে তাই অনুশীলনটা ভালোই করে নিচ্ছেন এই ব্যাটসম্যান।
এমআর/এমএস
Advertisement