এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মারক্রাম ও ডি ভিলিয়ার্সের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৮ রান। লিড ২৯৪ রানের।
Advertisement
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ডিন এলগারকে শুরুতে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পাওয়া এই ওপেনার ১৪ রানে কামিন্সের বলে ফেরেন সাজঘরে। তবে দ্বিতীয় উইকেটে আমলাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মারক্রম। ৩১ রান করা আমলাকেও ফেরান কামিন্স।
দেখেশুনে ব্যাট করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মারক্রাম। তবে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে স্টর্কের বলে ক্যাচ দেন এই ওপেনার। এরপরও দ্রুত বিদায় নেন দু প্লেসি ও টেম্বা বাভুমা। তবে এক প্রান্ত ধরে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডি ভিলিয়ার্স। আলোর স্বল্পতা দিনের খেলা শেষ হয় ১৩ ওভার আগেই। ডি ভিলিয়ার্স ৫১ আর ডি কক ২৯ রানে অপরাজিত আছেন।
এর আগে রাবাদা ও মরকেলের বোলিংয়ে তোপে ২৫৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। আর এলগারের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
Advertisement
এমআর/এমএস