২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েত দূতাবাসে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। রোববার এ দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় কোরআন তেলাওয়াত, শহীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ ও এ দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Advertisement
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সঙ্গে মিল রেখে সমবেত কণ্ঠে জাতীয় পরিবেশন করা হবে স্থানীয় সময় ভোর ৫টায়। পরে সকাল ৯টায় নির্ধারিত কর্মসূচি শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ইত্যাদি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর ও দূতালয় প্রধান আনিসুজ্জানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এবং দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উপস্থিত থেকে অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে অনুরোধ জানানো হয়েছে।
এমআরএম/আরআইপি
Advertisement