দেশজুড়ে

‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে’

বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এসময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যে পড়াশুনা চালিয়ে যেতে হবে।

Advertisement

শনিবার সকালে ঈশ্বরদী রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত মঞ্চ উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৯ মার্চ এই অঞ্চলের মাধপুরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ হয়েছিলেন রাজু। রাজু, রাজ্জাকসহ ১৭ জন সহযোদ্ধা পাকিস্তানি সেনাদের ভারী অস্ত্রের গোলায় মারা পড়েছিল সেদিন।

ভূমিমন্ত্রী একাত্তরের মুক্তিযুদ্ধের রূপপুরের জীবিত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ডীন ড. শামীমুর রহমান, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, পাকশি ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।

Advertisement

আলাউদ্দিন আহমেদ/আরএ/এমএস