জাতীয়

চালু হচ্ছে বরিশাল-কলকাতা বাস সার্ভিস

দুই বাংলার সৌহার্দ্য বাড়াতে চালু হচ্ছে বরিশাল-কলকাতা সরাসরি বাস সার্ভিস। দিন তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরেই এ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

Advertisement

সম্প্রতি কলকাতায় দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কলকাতা-বরিশাল-কলকাতা রুটের পাশাপাশি কলকাতা-চট্টগ্রাম রুটে সরাসরি বাস সার্ভিস নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

জানা গেছে, দুটি রুটের বিষয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকার ইতিবাচক। তবে অপেক্ষা শুধু দিল্লির সবুজ সংকেতের। পদ্মাসেতু চালু হওয়ার পরই কলকাতা-চট্টগ্রাম-কলকাতা রুটের বাস সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও এ বছরেরই চালু হবে কলকাতা-বরিশাল রুটের বাস সার্ভিস।

শ্যামলী পরিবহন কলকাতা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। সংস্থাটির কর্ণধার অবণী ঘোষ জানিয়েছেন, কলকাতার ইকোপার্কের গেস্ট হাউজে সম্প্রতি এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দিল্লির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের বিআরটিসির চেয়ারম্যান, সচিব, বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরএস