পানির চাহিদা পূরণে অনেক আগে থেকেই বৃষ্টির পানি সংগ্রহ করে আসছে সংযুক্ত আরব আমিরাত। এবার মেঘ থেকে কৃত্রিম উপায়ে পানি সংগ্রহ করার প্রকল্প হাতে নিয়েছে তারা। খবর এএফপি।পানি সংগ্রহের এ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে আকাশে ভেসে চলা মেঘ পুঞ্জীভূত করা হবে। এ জন্য ব্যবহার করা হবে দ্বি-চালকবিশিষ্ট বিচক্রাস্ট নামক বিশেষ যান। দেশটির জাতীয় আবহাওয়া ও ভূকম্পন কেন্দ্রের (এনসিএমএস) নির্দেশ অনুযায়ী আকাশে উড়ে এ যান। ভাসমান মেঘের ভেতরে সল্ট ফ্লেয়ার নামক পদার্থ ছড়িয়ে দেয় ওই যানটি। এতে ঘনীভূত হয়ে আসে মেঘ। পরপরই অঝোর ধারায় ঝরতে থাকে বৃষ্টি। আর এ বৃষ্টির পানি সংগ্রহ করা হয় বিশেষ পাত্র ও জমা হয় কৃত্রিমভাবে তৈরি ১৩০টি বাঁধের কিনারে। তেল সম্পদে ভরপুর এ দেশটি বরাবরই বিলাসবহুল অট্টালিকা আর আরাম আয়েসের দরুণ আলোচিত হয়ে আসছে। এবার, বিশেষ প্রক্রিয়ায় মেঘ থেকে পানি সংগ্রহ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরব আমিরাত। এআরএস/এমএস
Advertisement