আন্তর্জাতিক

মেঘ থেকে কৃত্রিম উপায়ে পানি সংগ্রহ করবে আরব আমিরাত

পানির চাহিদা পূরণে অনেক আগে থেকেই বৃষ্টির পানি সংগ্রহ করে আসছে সংযুক্ত আরব আমিরাত। এবার মেঘ থেকে কৃত্রিম উপায়ে পানি সংগ্রহ করার প্রকল্প হাতে নিয়েছে তারা। খবর এএফপি।পানি সংগ্রহের এ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে আকাশে ভেসে চলা মেঘ পুঞ্জীভূত করা হবে। এ জন্য ব্যবহার করা হবে দ্বি-চালকবিশিষ্ট বিচক্রাস্ট নামক বিশেষ যান। দেশটির জাতীয় আবহাওয়া ও ভূকম্পন কেন্দ্রের (এনসিএমএস) নির্দেশ অনুযায়ী আকাশে উড়ে এ যান। ভাসমান মেঘের ভেতরে সল্ট ফ্লেয়ার নামক পদার্থ ছড়িয়ে দেয় ওই যানটি। এতে ঘনীভূত হয়ে আসে মেঘ। পরপরই অঝোর ধারায় ঝরতে থাকে বৃষ্টি। আর এ বৃষ্টির পানি সংগ্রহ করা হয় বিশেষ পাত্র ও জমা হয় কৃত্রিমভাবে তৈরি ১৩০টি বাঁধের কিনারে। তেল সম্পদে ভরপুর এ দেশটি বরাবরই বিলাসবহুল অট্টালিকা আর আরাম আয়েসের দরুণ আলোচিত হয়ে আসছে। এবার, বিশেষ প্রক্রিয়ায় মেঘ থেকে পানি সংগ্রহ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরব আমিরাত। এআরএস/এমএস

Advertisement