শেরপুরে নকল মবিল ও স্পিরিট তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেই সঙ্গে বিপুল পরিমাণ নকল মবিল ও স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ সময় ওই কারখানার মালিক মো. শাহজাহানকে (৩৫) আটক করা হয়েছে।জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর কমান্ডার আনিসুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল জেলা শহরের পুর্বশেরী মহল্লায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক তৈরীর কাজে ব্যবহৃত ২৩০ লিটার স্পিরিট, ৭২১লিটার নকল মবিল ও ২২০০ পিস খালি জার উদ্ধার করা হয়।পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান মুন্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত শাহজাহানকে এক বছরের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল প্রদান করেন।
Advertisement