আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন জন বোল্টন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এইচআর ম্যাক মাস্টারকে সরিয়ে জন বোল্টনকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন বোল্টন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলের প্রতিরক্ষা নীতির সমর্থক ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। খবর বিবিসি।

Advertisement

টুইটারে জেনারেল ম্যাক মাস্টারকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, সে অসাধারণ কাজ করেছে এবং সব সময়ই সে আমার বন্ধু হিসেবে থাকবে।

উত্তর কোরিয়া ও ইরান আক্রমণের সমর্থক বোল্টন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, তার কাজ হচ্ছে প্রেসিডেন্টের জন্য সম্পূর্ণ বিকল্প মাত্রা প্রস্তুত রাখা।

ম্যাকমাস্টার হোয়াইট হাউসের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা। গত সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প। সিআইএ পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্র দফতরের দায়িত্ব দেয়া হয়।

Advertisement

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ১৪ মাসে বোল্টনকে তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হলো। আগামী ৯ এপ্রিল থেকে নিজের দায়িত্ব বুঝে নেবেন বোল্টন। তার নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে না।

টিটিএন/এমএস