খেলাধুলা

দিবালা-ইকার্দিকে বিশ্বকাপ দলে চান না সাম্পাওলি

ক্লাব ফুটবলে বিপক্ষ দলের ডিফেন্সকে প্রতিনিয়ত ভেঙে চুরমার করছেন ইকার্দি এবং দিবালা। ইন্টারের হয়ে সর্বশেষ লিগ ম্যাচে একাই করেছেন চার গোল। অন্যদিকে দিবালা একাই তার ক্লাব জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। কিন্তু তাতেও মন গলেনি আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির। ইতালি এবং স্পেনের বিপক্ষে ২৩ সদস্যের দলে তো রাখেননি বরং এবার জানিয়েই দিলেন বিশ্বকাপেও তাদের আর্জেন্টিনা দলের জার্সি গায়ে দেয়া অনিশ্চিত।

Advertisement

শুক্রবার ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেই দিলেন, ‘আমাদের খেলার স্টাইলের সঙ্গে দিবালার খেলার স্টাইল ঠিকমতো যাচ্ছে না।’

দিবালার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বোকা জুনিয়র্সের ক্রিস্টিয়ান পাভন এবং রেসিং ক্লাবের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ঘরোয়া লিগে দুর্দান্ত সময় পার করছেন এ দুই ফুটবলার। দিবালার সম্পর্কে সাম্পাওলি বলেন, ‘আমরা দিবালার পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারিনি। যদি বর্তমান খেলোয়াড়রা দিবালার থেকে ভালো খেলে তাহলে কেন আমরা তাকে দলে নেব। আশা করছি পারফরম্যান্স উন্নতির জন্য সে কঠোর পরিশ্রম চালিয়ে যাবে।’

অন্যদিকে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে গোলের মুখ না দেখা মাউরো ইকার্দিকে অনেকটা ধুয়েই দিলেন চিলিকে কোপা আমেরিকা জেতানো কোচ। ‘ইকার্দির পরিস্থিতও অনেকটা দিবালার মতো। ইকার্দির ইন্টার মিলানের পারফরম্যান্সের সঙ্গে আর্জেন্টিনার পারফরম্যান্স একদমই মানানসই নয়।’

Advertisement

মৌসুমের শুরুতে ছন্দে থাকলেও মাঝপথে খেই হারিয়েছিলেন ইকার্দি। এর ফলে আর্জেন্টিনা দল থেকে বাদও পড়েন এই স্ট্রাইকার। সাম্পাওলি বলেন, ‘আমি ইকার্দিকে বলতে চাই আরও পরিশ্রম করতে। কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। কম সময়ে এখানে মানিয়ে নেয়াটা কষ্টকর। আমি এখনই তাকে বাদ দিচ্ছি না কিন্তু আর্জেন্টিনার কোচ হিসেবে মাঠের পরিস্থিতিও আমাকে আগে দেখতে হবে।’

আরআর/বিএ