খেলাধুলা

আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ শেষ জিম্বাবুয়ের!

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেল জিম্বাবুয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে যাওয়ায় ২০১৯ বিশ্বকাপে খেলা বলতে গেলে অনিশ্চিত হয়ে পড়লো গ্রায়েম ক্রেমারের দলের।

Advertisement

কাগজে কলমে এখনও জিম্বাবুয়ের সুযোগ আছে। তবে সেটা আর তাদের হাতে নেই। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি টাই কিংবা পরিত্যক্ত হলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। তবে ওই ম্যাচে আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের মধ্যে একটি দল জিতে গেলে তারাই দশম দল হিসেবে ২০১৯ বিশ্বকাপে খেলবে। প্রথমে ব্যাট করে আরব আমিরাত ৭ উইকেটে ২৩৫ রান তুলতে পেরেছিল। এরপরই নামে বৃষ্টি। পরে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দেয়া হয় ৪০ ওভারে ২৩০ রানের।

দ্রুত রান তুলতে গিয়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তুলেন শন উইলিয়ামস আর পিটার মুর। চতুর্থ উইকেটে ৭৯ রানের এক জুটি গড়েন তারা। ৩৯ করে সাজঘরে ফেরেন মুর।

শন উইলিয়ামস এরপর দারুণভাবে টেনে নেন দলকে। শেষপর্যন্ত ৮০ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮০ রান করে আউট হন এই ব্যাটসম্যান। এর মাঝে আবার সিকান্দার রাজা খেলে দিয়ে যান ২৬ বলে ৩৪ রানের ঝড়ো এক ইনিংস। তবে তাদের এই ইনিংসগুলো শেষপর্যন্ত কাজে আসেনি।

Advertisement

এমএমআর/পিআর