চ্যাম্পিয়ন্স ট্রফি আট দল নিয়ে খেলা হবে এ কথা ক্রিকেট দুনিয়া সবাই জানে। কিন্তু এ কী বললেন হাফিজ সাহেব! ক্রিকেট দুনিয়ায় ‘প্রফেসর’ নামে খ্যাত মোহাম্মদ হাফিজ শনিবার বাংলাদেশকে নিয়ে বিস্ময়কর টুইট করেছেন।টুইটে তিনি বলেছেন, ‘আমি মনে করি চ্যাম্পিয়নস ট্রফিতে নয়টি দল নিয়ে খেলার এখনই সময়। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে আমাদের সকলেরই কৃতজ্ঞতা দিতেই হবে।’হাফিজের এই টুইট এরই মধ্যে বিস্মিত করেছে তার অনুসারীদের। এমনকি পাকিস্তানের অনুসারীদেরও। এমন তো নয় বাংলাদেশ দল নয় নম্বরে আছে, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাচ্ছে না।হাফিজের এই টুইটে বাংলাদেশের অনেকে তো বটেই, পাকিস্তানেরও কেউ কেউ মর্মার্থ বুঝে উঠতে পারছেন না। নিমরা ইশতিয়াক নামে এক পাকিস্তানি লিখেছেন, ‘কিন্তু কিন্তু কিন্তু বাংলাদেশ তো এরই মধ্যে জায়গা করে নিয়েছে।’বাংলাদেশ দলের সমর্থক শহিদুল আলম রিটুইট করেছেন, ‘ভাবখানা এমন বাংলাদেশই চ্যাম্পিয়নস ট্রফির জায়গার জন্য লড়াই করছে? ভাই চোখ খুলুন, আগে আট নম্বর জায়গাটি সুরক্ষিত করুন।উল্লেখ্য, ৯৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। ছয় নম্বরে থাকে ইংল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র দুই। ৯০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে আটে।৮৮ পয়েন্ট নিয়ে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে। ২০১৭ সালে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে ইংল্যান্ডে হবে বিশ্বকাপের পরই ওয়ানডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি।বিএ
Advertisement