আন্তর্জাতিক

সিরিয়া যুদ্ধ : পরিবারসহ শহর ছাড়ছে বিদ্রোহীরা

সরকারের সঙ্গে সম্পাদিত একটি উদ্বাসন চুক্তির আওতায় সিরিয়ার পূর্বাঞ্চলের বিচ্ছিন্ন ঘৌতার একটি শহর পরিবারসহ ছাড়তে শুরু করেছে সেখানকার বিদ্রোহীরা।

Advertisement

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখনও পর্যন্ত ৮৮ বিদ্রোহী ও ৪৫৯ বেসামরিক নাগরিক হারাস্তা ছেড়েছে।

আশরার আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর দেড় হাজার যোদ্ধা ও ৬ হাজার বেসামরিক নাগরিককে হারাস্তা থেকে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিবে নেয়া হবে।

ঘৌতার এ অঞ্চলে মাসখানেক আগে সরকারপন্থি বাহিনীর অভিযান শুরুর পর এটিই প্রথম উদ্বাসন চুক্তি যাতে দু’পক্ষ সম্মত হতে পেরেছে।

Advertisement

পর্যবেক্ষণকারী একটি সংস্থার হিসাবে অভিযান শুরুর পর এ পর্যন্ত দেড় হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পায়ে হেঁটে অবরুদ্ধ এলাকা থেকে ছেড়েছেন ৫০ হাজার মানুষ।

সিরিয়া সরকারের মিত্র রাশিয়ার মধ্যস্থতায় এ উদ্বাসন চুক্তি সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে বন্দী বিনিময়ের মধ্যে দিয়ে চুক্তি কার্যকর হয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে বিদ্রোহীদের হাতে বন্দী ১৩ জন মুক্ত হয়েছেন। এ ১৩ জনের একজনের সাক্ষাৎকার নেয়া হয়েছে ওই টেলিভিশন চ্যানেলে। সেখানে তিনি নিজের মুক্তদশার জন্য আল্লাহ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

সানা নিউজ এজেন্সির খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত বাসে করে ৫৪৭ জন হারাস্তা ছেড়েছেন।

Advertisement

আগে হারাস্তা নিয়ন্ত্রণ করে আসা আহরার আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠী ইদলিব অভিমুখে তাদের নিরাপদ পথের বিনিময়ে হারাস্তায় অস্ত্র ফেলে যেতে রাজি হয়েছে।

আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একই ধরনের চুক্তি সম্পাদনের ভাবনা চলছে।

সূত্র : বিবিসি।

এনএফ/পিআর