খেলাধুলা

এবার মাহমুদউল্লাহর লাথি নিয়ে সমালোচনা ভারতীয় গণমাধ্যমে

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। নিদাহাস ট্রফিতে ভালো খেলে যেন প্রতিপক্ষের চক্ষুশূলে পরিণত হয়েছে টাইগাররা। খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দোষগুলো বের করে আনছে শ্রীলঙ্কা আর ভারতের গণমাধ্যম। ভারতের সংবাদপত্র 'এবেলা' এবার তুলে এনেছে মাহমুদউল্লাহ রিয়াদের এক লাথির ভিডিও। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে রানআউট হয়ে যাওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে রেলিংয়ে লাথি মারতে দেখা যায় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

Advertisement

বাংলাদেশের 'নাগিন ড্যান্স' উদযাপন নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনালের শেষ ওভারে আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বের প্রতিবাদ করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মাঠ থেকে বেরিয়ে আসতে বলেছিলেন ব্যাটসম্যানদের। সেটি নিয়ে সে কি সমালোচনা!

এরপর ড্রেসিংরুমে উদযাপন করতে গিয়ে কাচ ভেঙে ফেলে বাংলাদেশ দল। এটিকে ভীষণ অসভ্যতা হিসেবে দেখছে ভারত আর শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরা। এবার এর সঙ্গে যোগ হলো মাহমুদউল্লাহর একটি ভিডিও। যাতে দেখা যায়, ফাইনাল ম্যাচে সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরার পথে হতাশায় সিড়িতে উঠার আগে রেলিংয়ে একটি লাথি মারেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মুখর ভারতের ক্রিকেট সমর্থকরা।

ভিডিওটি দেখুন:

Advertisement

Unacceptable behaviour! #BANvIND #NidahasTrophy2018 pic.twitter.com/nfDg9dLJ2D

— Sai Kishore (@DivingSlip) March 19, 2018

এমএমআর/পিআর