ট্যাক্স ফাঁকির অভিযোগে কিছুদিন আগে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন লিওনেল মেসি। একই অভিযোগে মামলা চলছে রোনালদো, নেইমারদের। তবে এবার ট্যাক্স ফাঁকির অভিযোগে সাবেক স্প্যানিশ ফুটবলার জাবি আলোনসোকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সঙ্গে ৪ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে এই তারকার।
Advertisement
এক বিজ্ঞপতির বরাতে দ্য ইন্ডিপেডেন্ট জানায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেন সরকারকে দুই মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেন ওই ফুটবলার।
২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৪টি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্বকারী এই সেন্টার মিডফিল্ডার ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে মোট ১৬টি গোল করেন তিনি। এছাড়া লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এই স্প্যানিয়ার্ড।
এদিকে ইউরোপের দেশটির ওই আদালতে আলোনসোর অর্থনৈতিক উপদেষ্টা জালুদা আজকুয়েনাগা ও শেল কোম্পানির কর্মকর্তা আগানাসি মার্স্তে কাসানাভোকেও একই সাজা দেয়া হয়েছে।
Advertisement
এমআর/পিআর