শিক্ষা

সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট নিয়ন্ত্রণে নিয়েছে `সাইবার ৭১`

পাকিস্তানি হ্যাকারদের হটিয়ে তাদের কাছ থেকে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশি সাইবার যোদ্ধারা। `সাইবার ৭১` নামের বাংলাদেশি হ্যাকেরা ওয়েবসাইটটি পুনঃরুদ্ধার শেষে পূর্বানুরূপে নিয়ে আসার কাজও করে যাচ্ছে। শিগগিরই ওয়েবসাইটি আগের অবস্থায় ফিরে আসবে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।জানা যায়, গত বুধবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারদের কবলে পড়ে। নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হ্যাকাররা ওয়েবসাইটে লিখে রাখে `পাকিস্তান জিন্দাবাদ` এবং সাইটটি `পাক সাইবার এটাকার্স টিম` হ্যাক করেছে বলে দাবি করেছে হ্যাকারারা। এরপর সাইটটি পুনঃরুদ্ধারে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের আইটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাজ শুরু করে।এরই মধ্যে গত শুক্রবার রাতে আবার পাকিস্তানি হ্যাকাররা সাইটটি হ্যাক করে পাকিস্তান জিন্দাবাদ লিখে রাখে। শনিবার বিকেলে পাক হ্যাকারদের হটিয়ে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের `সাইবার ৭১` নামের একটি দল।শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুমতাজ শামীম জানান, গত বুধবার (www.sylhetboard.gov.bd) সাইটটি হ্যাক্ড হয়েছে। এরপর শুকবার আবার হ্যাকড হয়। এখন এটি পুনরুদ্ধারের কাজ চলছে।তিনি আরো বলেন, এটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইটটি নির্মাণ করে দিয়েছিল। তাদের সঙ্গে যোগাযোগ করে এটি পুনরুদ্ধারের কাজ চলছে। শিগগিরই সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান।গত শুক্রবার রাত পর্যন্ত সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে লগেইন করলে `Pakistan Zindabad ;) apny baap sy panga na lo ^_^ Team Pak Cyber Experts #PayBack` লেখা দেখতে পাওয়া যায়।এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের (www.coastguard.gov.bd) সাইটটি হ্যাক করার দাবি করেছিল `পাক সাইবার পাইরেটসদ` নামের একটি হ্যাকার দল।এদিকে, সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটটি পাকিস্তানি হ্যাকারদের দখল থেকে নিয়ন্ত্রণে নিয়েছে `সাইবার ৭১` নামের বাংলাদেশি হ্যাকাররা।শনিবার বিকেল থেকে ওয়েবসাইটটিতে লগেইন করলে লেখা ভেসে ওঠছে, `[!] Under Maintenance [!] we will be down for a short time for maintenance, Please come back later... #Fb.Com/Cyber71Officialছামির মাহমুদ/এআরএ/আরআই

Advertisement