দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৫০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার দিবাগত রাতে উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সোনামসজিদ স্থলবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে মালিক বিহীন ১০টি স্বর্ণেরবার জব্দ করা হয়। এর প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে।

তিনি জানান, বিগত এক দশকেরও বেশি সময় ধরে এ সীমান্তে স্বর্ণ জব্দের ঘটনা ঘটেনি। চোরাকারবারিরা চাঁপাইনবাবগঞ্জকে স্বর্ণ পাচারের ভবিষ্যৎ রুট হিসেবে গণ্য করছে বলে ধারণা করছে বিজিবি। এছাড়া বারগুলো ভারতে পাচার করার জন্য আনা হয়েছিল বলে দাবি করেন করেন লে. কর্ণেল রাশেদ।

মো. আব্দুল্লাহ/আরএ/আরআইপি

Advertisement