মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়ায় তার বর্ধিত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়েছেন। শুক্রবার তার পিতৃভূমি কেনিয়ায় দুই দিনের সফর শুরু করেন। পরিবারের সদস্যদের সঙ্গে ওবামা এক নৈশভোজে অংশ নেন তিনি।ওবামাকে বহনকারী বিমান নাইরোবির মাটি ছোঁয়ার পর পরই পরিবারের সদস্যরা তাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এদের মধ্যে তার বোন অমা ওবামাও ছিলেন। পরিবারের সদস্যদের উষ্ণ অর্ভ্যত্থনা শেষে ওবামা হোটেলে পৌঁছান। সেখানে পরিবারের আরো সদস্যের সাথে নৈশভোজে অংশ নেন। এ সময়ে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তার সৎ দাদী, মামা সারাহ ছিলেন। তাকে ওবামা ‘গ্র্যানি’ নামে ডাকেন।উল্লেখ্য, ওবামার বয়স যখন দুই তখন তার বাবা তাকে ছেড়ে নিজ দেশ নাইরোবি ফিরে আসেন। ওবামা স্বীকার করেছেন, সত্যিকার অর্থে বাবা সম্পর্কে তার কখনো স্পষ্ট ধারণা ছিলো না। সেই বাবার সূত্র ধরেই নাইরোবিতে ওবামা পরিবারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যোগাযোগ।তবে ওবামা পশ্চিম কেনিয়ার যেখানে তার বাবার জন্ম ও সমাধি সেখানে যাবেন না বলেই ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওবামা কেনিয়া সফরে এলেন।আরএস/আরআইপি
Advertisement