খেলাধুলা

স্টোকসকে আরও সভ্য হওয়ার পরামর্শ রুটের

সর্বশেষ টেস্ট খেলেছিলেন ছয় মাস আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। ওই সিরিজেই ব্রিস্টল নাইটক্লাবের সামনে মারামারি করে গ্রেপ্তার হয়েছিলেন, এরপর কাঁধে মামলা নিয়ে অ্যাশেজ সিরিজ মিস বেন স্টোকসের। হাজারও ঝামেলা পেরিয়ে অবশেষে টেস্ট আঙিনায় ফিরছেন ইংলিশ অলরাউন্ডার। তবে দলে ফিরে নির্ভার হয়ে গেলে হবে না, স্টোকসকে আরও সভ্য হয়ে চলার পরামর্শই দিলেন দলটির অধিনায়ক জো রুট।

Advertisement

বৃহস্পতিবার অকল্যান্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই আবার নতুন করে টেস্ট ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্টোকস। তবে তার নামের পাশে কিন্তু আগের তিনটি ডিমেরিট পয়েন্ট রয়েই গেছে, আর একটি পেলেই এক টেস্টের জন্য নিষিদ্ধ হবেন।

২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন স্টোকস। এরপর একই বছরের নভেম্বরে মোহালিতে ভারতের বিপক্ষে এবং ২০১৭ সালের সেপ্টেম্বরে হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে ডিমেরিট পয়েন্ট পান এই অলরাউন্ডার।

আরেকটি পয়েন্ট পেয়ে যেন স্টোকস নিষেধাজ্ঞায় না পড়েন, সেজন্য সতীর্থকে আগলে রাখার চিন্তা রুটের। ইংলিশ অধিনায়ক বলেন, ‘তোমাকে এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিশ্চিত করতে হবে, (খেলোয়াড়দের আচরণ) যেন মানিয়ে নেয়ার মতো হয় এবং পরের ম্যাচ আর সিরিজে যেন তারা খেলতে পারে।’

Advertisement

দলের খেলোয়াড়দের আচরণের দিকে লক্ষ্য রাখা অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে কি না? এমন প্রশ্নের জবাবে রুট বলেন, ‘আমার মতামত হলো, এটা যেহেতু তোমার দল, তোমাকেই এর দেখভাল করতে হবে। যদি এমন কিছু হয় যেটা তুমি পছন্দ কর না, তার দায়ও তোমার।’

তবে কি মাঠে কোনো রকম উত্তেজনাতেই কথা বলতে পারবেন না খেলোয়াড়রা? তাদের মুখ বন্ধ রাখতে হবে? এটাকেও সঠিক মনে করছেন না রুট। তবে ইংলিশ দলপতি মনে করছেন লড়াইটা করতে হবে সীমার মধ্যে থেকে, ‘আমার মনে হয়, খেলোয়াড়দের কাছ থেকে যেন সেরাটা পাওয়া যায় সেটাও নিশ্চিত রাখতে হবে। তারা যেন সেরাটা দিতে পারে। এজন্য ব্যাটসম্যানদের সঙ্গে কিছুটা মুখোমুখি লড়াই হতেই পারে। তবে সেটা যেন সীমা অতিক্রম না করে।’

এমএমআর/জেআইএম

Advertisement