অর্থনীতি

সূচকের বড় পতন, বেড়েছে লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেন।

Advertisement

এদিন মূল্যসূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ২৬৮টির; আর অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ পয়েন্টে।

বাজারটিতে আজ মোট ৩৫২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ২৪১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৩৭ লাখ টাকা।

Advertisement

বুধবার টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার। কোম্পানিটির মোট ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণ ফোনের শেয়ার হাতবদল হয়েছে ১০ কোটি ৪১ লাখ টাকার। আর ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, কুইন সাউথ টেক্সটাইল, এসিআই এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১২৯ পয়েন্ট কমে ১০ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে আজ মোট ২২৭টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৮০টির; আর অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

এমএএস/এমএমজেড/এমএস

Advertisement