মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে অবিলম্বে সব ধরণের অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরুর আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জাতীয় কমিটির নেতারা সড়ক পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি এই আহ্বান জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকাসহ দেশের সকল সড়ক, মহাসড়ক ও জেলা শহরগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু এবং র্যাব, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।বিবৃতি দাতারা হলে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, নুরুর রহমান সেলিম, প্রকৌশলী ম. ইনামুল হক ও ব্যারিস্টার সাদিয়া আরমান, ভারপ্রাপ্ত সভাপতি তুসার রেহমান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। এসএইচএস/এমআরআই
Advertisement