রাজনীতি

১৪ দলের নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে অাগামী ৩০ মার্চ রংপুর ও ৫ এপ্রিল যশোরে জনসভা। পরবর্তীতে ফেনী জেলায় জনসভার কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের উদ্যোগে অায়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াত-বিএনপির সন্ত্রাসী চক্রান্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ সমাবেশের অায়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশে বক্তব্য রাখেন, অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী অামির হোসেন অামু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাতীয় পাার্টর নেতা শেখ শহিদুল ইসলাম, জাসদ নেতা শরীফ নুরুল অাম্বিয়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, শিরিন অাক্তার, নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এস কে শিকদার, খালিদ মাহমুদ চৌধুরী, শাহরিয়ার কবির, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, ডা. শাহাদাৎ হোসেন, ওয়াজেদুল ইসলাম খান, মীর অাকতার হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মোল্লা মো. অাবু কাওসার, মোহাম্মদ সাদেক খান, অাবুল হোসেন, হাজী অাবুল হাসনাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, ড হারুন অর রশিদ, কবি মোহাম্মদ সামাদ, হাবিবুর রহমান সিরাজ, রেদোয়ান রশিদ রেজা, অধ্যাপক মিজানুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

Advertisement

এফএইচএস/জেএইচ/এমএস