আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিনেমা হলে হামলা বৈধ বন্দুকেই!

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে বৃহস্পতিবারের হামলার ঘটনায় ৫৯ বছর বয়সী হামলাকারী বন্দুকটি বৈধভাবেই কিনেছিল। এই হামলায় ২ জন নিহত ও আরো ৯ জন আহত হয়েছে। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে।লাফায়েতে পুলিশের প্রধান জিম ক্রাফট সাংবাদিকদের বলেন, জন হাউসার নামের ওই হামলাকারী আলাবামা অঙ্গরাজ্যের ফিনিক্সের একটি দোকান থেকে বৈধভাবেই .৪০-ক্যালিবারের সেমিঅটোমেটিক হ্যান্ডগানটি ক্রয় করে।ব্যুরো অব অ্যালকোহোল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভের (এটিএফ) বরাত দিয়ে ক্রাফট বলেন, ‘এটিএফ আমাদের জানিয়েছে যে সে অস্ত্রটি বৈধভাবেই কিনেছিল।’ বৃহস্পতিবার রাতে হাউসার আত্মহত্যা করার আগে জনাকীর্ণ সিনেমা হলটিতে প্রবেশ করে নির্বিচারে গুলি বর্ষণ করে। এই ঘটনায় দুই নারী নিহত ও আরো ৯ জন আহত হয়। এ সময় গ্রান্ড ১৬ নামের ওই সিনেমা হলে ‘ট্রেনরেক’ নামের একটি হাসির চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছিল। অনলাইনে হাউসারের বিভিন্ন লেখা থেকে জানা যায় যে তিনি নাৎসি বাহিনীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার লেখনীতে সরকার বিরোধী মনোভাবও স্পষ্ট হয়ে উঠে।হাউসারের স্ত্রী ২০০৮ সালে তার বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণের অভিযোগ করেন এবং তার মানসিক সমস্যা ছিল বলেও জানা গেছে।২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি সিনেমা হলে এক বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার প্রায় তিন বছর পর লুজিয়ানায় এই বন্দুক হামলার ঘটনাটি ঘটল।একে/আরআইপি

Advertisement