বিনোদন

আমি সেই সময়ের এক সাহসী নারী : তিশা

‘আমি সেই সময়ের একজন সাহসী নারী। যে খুব ভালো গান করে। মফস্বল একটি শহরে থেকেও থিয়েটার করে। রুচিশীল জীবন যাপন করে। অন্যায়ে প্রতিবাদ করা তার সভাব জাত ব্যাপার।’ - কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা।

Advertisement

তৌকীর আহমেদের পরিচালনায় ‘ফাগুন হাওয়া’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবিতে ৭০ বছর আগের এক নারীর চরিত্রে অভিনয় করছেন তিশা। একজন ভাষা সৈনিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

রোববার সন্ধ্যায় খুলনায় ‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং লোকেশনে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন ছবিটি নিয়ে। তিশা বললেন, ‘এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো ছবির সেট, প্রপস। যেমন এখানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যাবহার করা হয়েছে। ৭০ বছর আগে এক কলেজ শিক্ষার্থীর পোশাক কেমন ছিল, সে কীভাবে কথা বলতো, তার চলা ফেরার ধরণ কেমন ছিল সেটা ফুটিয়ে তুলতে হচ্ছে। নির্মাতা চমৎকারভাবে আমাকে সেসব বুঝিয়ে দিচ্ছেন। অনেক ভালো লাগছে অভিনয় করতে।’

তিশা আরও বলেন, ‘একটা ঘোরের ভেতর বসবাস করছি। যখন যে ছবিতে অভিনয় করি সেই ছবির চরিত্রের মধ্যে বাস করতে হয়। আমি এখন দীপ্তি। কলেজ পড়ুয়া হিন্দু একটি মেয়ে। যে ভালো গান করে। ভাষা আন্দোলনে অংশ নেয়।’

Advertisement

ছবিটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। পাকিস্তানি পুলিশের ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা যশ পাল শর্মা। তাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রকাশ করে তিশা বলেন, ‘সিয়াম অনেক ভালো করছে। মনেই হচ্ছে না ওর সঙ্গে প্রথম অভিনয় করছি। আর বলিউডের অভিনেতা যশপাল শর্মা অভিনয় করছেন আমাদের সাথে। অনেক ভালো লাগা কাজ করছে।’

ফাগুন হাওয়া ছবি নিয়ে তিশা বললেন, ‘এই ছবিটির প্রতিটি চরিত্রই গুরুত্ব পূর্ণ। ছবির হিরো-হিরোইন হলো ছবির গল্প, যার প্রেক্ষাপট আমাদের ভাষা আন্দোলন।’

উল্লেখ্য, এর আগে তৌকীরের হালদা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিশা।

এমএবি/এলএ/এমএস

Advertisement