বাসা-বাড়িতে এডিস মশার অস্থিত্ব পাওয়া গেলে জেল ও জরিমানা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তবে কোনো নাগরিককে হয়রানি বা সব হোল্ডিংয়ে অভিযান চালনো হবে না বলে জানিয়েছেন তিনি।
Advertisement
মেয়র বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাড়িতে অভিযান চালাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার ডিএসসিসির অঞ্চল-৪ এর কাজী আলাউদ্দিন রোডের ড্রেনে গাপ্পি মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 'স্বচ্ছ ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে ড্রেনে ১০ হাজার গাপ্পি মাছ অবমুক্ত করা হয়।
Advertisement
মেয়র জানান, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্ম নেয়। মূলত বাসা-বাড়ির বদ্ধ স্বচ্ছ পানিতে এ মশা বংশ বিস্তার করে। এ জন্য বাসা-বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নাগরিকদের মশাবাহিত রোগের হাত থেকে মুক্ত রাখার এ কর্মসূচি ৮ এপ্রিল থেকে ডিএসসিসি এলাকায় পালন হবে। এ অভিযানকে নেতিবাচকভাবে না দেখার অনুরোধ জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, সচেতনতামূলক গণবিজ্ঞপ্তি চালু করছি। এক লাখ ৬০ হাজার বাড়ির মালিকদের লিফলেট বিতরণ করা হবে। সে সঙ্গে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সময় সব বাসা-বাড়ির মালিকদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ জানান মেয়র। প্রাকৃতিকভাবে কিউলেক্স মশা নিধনে গাপ্পি মাছ ড্রেনে অভিমুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রমে সাঈদ খোকন বলেন, ১০ হাজার গাপ্পি মাছ ডিএসসিসির অঞ্চল-৪ এর নালা-নর্দমা-ড্রেনে উন্মুক্ত করে ফলাফল দেখা হবে। যদি ইতিবাচক ফল পাওয়া যায় তবে সব অঞ্চলে এ কার্যক্রম পরিচালনা হবে। তবে এ প্রকল্প শুধু কিউলেক্স মশার জন্য।
মেয়র বলেন, গত নভেম্বর থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে, যা শেষ হবে এপ্রিলে। মশাবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে এডিস মশার উৎপত্তিস্থলে অভিযান চালানো হবে।
গাপ্পি মাছ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্যরা। এর আগে গতকাল ( ১৯ মার্চ) নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র বলেছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আওতাধীন যেসব বাড়িতে অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার প্রজনন ক্ষেত্র কিংবা লার্ভা পাওয়া গেলে অর্থদণ্ড বা কারাদণ্ড দেয়া হবে। 'স্বচ্ছ ঢাকা' কর্মসূচির আওতায় চিকনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশা নিধনের করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
Advertisement
এএস/এএইচ/এমএস