নেপালে ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত গাজীপুরের শ্রীপুরের এফএইচ প্রিয়ক ও প্রিয়ংময়ী তামাররা দাফন সম্পন্ন হয়েছে।
Advertisement
মঙ্গলবার সকালে দু’দফা জানাজার পর দুপুর ১২টার দিকে তাদের জৈনা বাজারের বাড়ির আঙিনার বাগানে বাবা-মেয়েকে পাশাপাশি দাফন করা হয়।
নিহত প্রিয়কের চাচাতো ভাই লুৎফর রহমান বলেস, সোমবার মরদেহ দুটি বাড়িতে আনার পর মঙ্গলবার সকাল ৯টায় শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ মাঠ ও বেলা ১১টায় জৈনা বাজার এলাকার মাদবর বাড়ি মাঠে দুদফা জানাজা শেষে প্রিয়ক ও প্রিয়ংময়ীর মরদেহ প্রিয়কের নিজ বাড়ির সামনেই দাফন সম্পন্ন হয়।
জানাজার আগে শ্রীপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, তেলিহাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আব্দুল বাতেন সরকার ও ড্যাবের যুগ্ম মহাসচিব এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Advertisement
শিহাব খান/আরএ/পিআর