এবারের লিগে আগেই জোড়া সেঞ্চুরির মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। আজ শেষ ম্যাচে আবার জ্বলে উঠলো নন্দিত-নিন্দিত এই ক্রিকেটারের ব্যাট। আজ সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে মোহামেডানের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে লিগের শেষ ম্যাচে আবার সেঞ্চুরি হাঁকালেন আশরাফুল।
Advertisement
এর আগে এবারের লিগে প্রাইম দোলেশ্বর এবং অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি ছিল আশরাফুলের। দোলেশ্বরের বিপক্ষে করেছিলেন ১০৪ রান। আর অগ্রণী ব্যাংকের বিপক্ষে তার উইলো থেকে এসেছিল অপরাজিত ১০২ রানের ইনিংস। তার এক ম্যাচ আগে বিকেএসপির তিন নাম্বার মাঠে ৬৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন তিনি।
এবারের সেঞ্চুরিতে এই দুই ইনিংসকেও ছাড়িয়ে গেছেন আশরাফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ রান নিয়ে ব্যাট করছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংসে এখন পর্যন্ত ১৩টি চার আর ১টি ছক্কার মার রয়েছে তার। ৪১ ওভার শেষে কলাবাগানের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান।
এআরবি/এমএমআর/জেআইএম
Advertisement