অর্থনীতি

বাংলাদেশকে তিন মিলিয়ন সহায়তা দিলো ইউএনডিপি

বাংলাদেশকে তিন মিলিয়ন সহায়তা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)। ‘নলেজ ফর ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট’ (কেএফডিএম) প্রকল্পের আওতায় এই সহায়তা দিচ্ছে সংস্থাটি। রোববার সকালে রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউএন সম্মেলন কক্ষে তিন মিলিয়ন সহায়তা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি’র অতিরিক্ত সচিব (ইউএন) আশাদুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র  প্রধান পাওলিন থামেসিস।১৯৯০ সালে ইউএনডিপি বাংলাদেশে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছিল। এরপর অনেক বছর যাবৎ এই কাজ বন্ধ রয়েছে। আগামীতে যাতে করে এই প্রতিবেদন প্রকাশ করা যায় সেই লক্ষ্যে রোববার এই সহায়তা দেওয়া হয়েছে।ইআরডি ও ইউএনডিপি যাতে করে নানা বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্যা ইউনাইটেড  নেশন  ডেভলপমেন্ট অ্যাসিসটেন্স ফ্রেমওয়ার্ক (ইউএনডিপি) পরিকল্পনা অনুযায়ী ২০১৪ থেকে ২০১৬ মেয়াদে বাস্তবায়িত হবে।

Advertisement